Brick (ইট)

ইট বা ইটা:  মাটিকে আয়তঘনক (Rectangular)আকারের ছাঁচে ঢেলে ভিজিয়ে কাচা ইঁট তৈরি হয, তারপর এক রোদে শুকানো হয়। কাচা ইঁটকে আগুনে পোড়ালে পাকা ইঁট তৈরি হয়।



Bricks: Brick is a small rectangular block typically made of fired or sun-dried clay, used in building.



একটি ইটের Standard Size :
বাংলাদেশী ইটের মানসম্মত পরিমাপ  =  9.50" x 4.50" x 2.75" (২৪০ মিমি x১১৫ মিমি x৭০ মিমি) । PWD বাংলাদেশ অনুযায়ী আদর্শ ইটের আকার মসলাবিহীন 242 mm x 114 mm x 70 mm মসল্লাসহ 254 mm x 127 mm x 76 mm .  সাধারন্ত  মসল্লাসহ ইটের সাইজ ধরা হয় = 10" x 5" x 3". 
 BSTI (Bangladesh Standard Testinng Institute) BDS 208:2009 অনুযায়ী  ইটের  standard size = 24cm x 11.5 cm x 7 cm (240mm x 115mm x 70mm).

Frog :  
                A frog is a perforation or depression the long face of a brick done with the object for keeping the morter.
BSTI (Bangladesh Standard Testing Institute) BDS 208:2009 অনুযায়ী  ইটের frog এর standard size = 13cm x 5 cm x 1 cm (130mm x 50mm x 10mm).

Various types of bricks used in masonry. 1.Common Burnt Clay Bricks 2.Sand Lime Bricks (Calcium Silicate Bricks) 3.Engineering Bricks 4.Concrete Bricks 5.Fly ash Clay Bricks

Common Burnt Clay Bricks Common burnt clay bricks are formed by pressing in molds. Then these bricks are dried and fired in a kiln. Common burnt clay bricks are used in general work with no special attractive appearances. When these bricks are used in walls, they require plastering or rendering. Sand Lime Bricks Sand lime bricks are made by mixing sand, fly ash and lime followed by a chemical process during wet mixing. The mix is then molded under pressure forming the brick. These bricks can offer advantages over clay bricks such as: Their color appearance is gray instead of the regular reddish color. Their shape is uniform and presents a smoother finish that doesn’t require plastering. These bricks offer excellent strength as a load-bearing member. What Are Engineering Bricks? Engineering bricks are bricks manufactured at extremely high temperatures, forming a dense and strong brick, allowing the brick to limit strength and water absorption. Engineering bricks
Engineering bricks offer excellent load bearing capacity damp-proof characteristics and chemical resisting properties. These bricks are used in specific projects and they can cost more than regular or traditional bricks. Concrete Bricks Concrete bricks are made from solid concrete and are very common among homebuilders. Concrete bricks are usually placed in facades, fences, and provide an excellent aesthetic presence. These bricks can be manufactured to provide different colors as pigmented during its production. Fly Ash Clay Bricks Fly ash clay bricks are manufactured with clay and fly ash, at about 1,000 degrees C. Some studies have shown that these bricks tend to fail poor produce pop-outs, when bricks come into contact with moisture and water, causing the bricks to expand.

ইট” এর প্রকারভেদ ও চিনার উপায় ঃ


১) ১ম শ্রেণীর ইট;

 ২) ২য় শ্রেনীর ইট;
 ৩) ৩য় শ্রেনীর ইট; 
৪) ঝামা ইট; 
৫) পিকেড ইট;

১ম শ্রেণীর ইট চিনার উপায়:
           1. এই ইটের সাইজ এবং রং সমরূপ থাকে। 
           2.সর্বএ সমান ভাবে পোড়ানো থাকে। 
           3. ইট দ্বারা পরস্পর আঘাত করলে পরিষ্কার ঠন ঠন শব্দ হবে এবং কোন চির বা ফাঁক থাকে না।
           4. পাচ ফুটের উপর থেকে আরেকটির উপর ফেলে দিলে সহজে ভাঙ্গে না।
           5. পানিতে ডোবালে শোষণ ক্ষমতা ১৫% বেশী হবে না।

২য় শ্রেণীর ইট:
 এই ইট ১ম শ্রেণীর মতই রং এবং শক্ত কিন্তু সাইজ এবং সেপ কিছুটা অসমান এবং ইটের তলা অমসৃন থাকে। এই ইট কিছুটা কম পোড়ানো হয়ে থাকে। এর শব্দ তীক্ষ্ণ নয় এবং ইটের গায়ে ফাটল থাকে। এর পানির শোষণ ক্ষমতা ২০% এর চেয়ে বেশী থাকে।

৩য় শ্রেণীর ইট: 
এই ধরনের ইট পর্যাপ্ত পোড়ানো থাকে না এবং গুনাগুন নিম্নমানের। ইহা সহজেই ভেঙ্গে যায়। এর ঠন ঠন শব্দ হয় না। এই প্রকার ইটের পানির শোষণ ক্ষমতা ২৫% এর চেয়ে বেশী থাকে।

ঝামা ইটঃ 
অতিরিক্ত চাপে পোড়ানো ইট সাধারনত কালো ও ফাঁপা হয়ে থাকে! এই সকল ইটকে ঝামা ইট বলা হয়।

পিকেড ইটঃ 
ইহা সাধারনত বেশী তাপমাএায় পোড়ানো ইট যাহা ১ম শ্রেণীর ঝামা ইটের মধ্যর্বতী পর্যায়ে থাকে এই ধরনের ইটকে পিকেড ইট বলা হয়।

পিকেড ইট চিনার উপায়: 
১ম শ্রেণীর ইটের চেয়ে অধিকমাত্রা পোড়ানো ইট। 
১ম শ্রেণীর চেয়ে শক্ত ইট। 
এর শব্দ খুব তীক্ষ্ণ। 
উপর থেকে ফেললে ভাঙ্গে না। 
ধারাগুলো আঁকাবাঁকা ও পিঠ গুলো অসমতল।



Post a Comment

Previous Post Next Post