Civil Engineer দের কমন প্রশ্ন

প্রশ্নঃ_ Stress বা পীড়ন কি?
উত্তরঃ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে উহার অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে বাঁধাদানকারী বা প্রতিরোধী বল উৎপন্ন হয় তাকে Stress বা পীড়ন বলে।
প্রশ্নঃ_ Strain বা বিকৃতি কি?
উত্তরঃ বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে।
প্রশ্নঃ_ বালির আয়তন স্ফিতি কি?
উত্তরঃ বালিতে নির্দিষ্ট মাত্রায় জলীয়কণা থাকলে বালি তার প্রকৃত আয়তন অপেক্ষা অধিক আয়তন প্রদর্শন করে। একে বালির আয়তন স্ফিতি বা Bulking of Sand বলে
প্রশ্নঃ
সুপার এলিভেশন কেন দেওয়া হয়?
উত্তরঃ
# কেন্দ্রাতিগ বল প্রতিরোধের জন্য।
# সড়ক পৃষ্ঠের পানি নিষ্কাশনের জন্য।
# যাত্রীদের ভ্রমণ আরামদায়ক এবং অবাঞ্চিত ঝাঁকুনি ও হেলে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য।
প্রশ্নঃ
সুপার এলিভেশনের ফর্মূলা কি?
উত্তরঃ
e+f =V^2/127R
এখানে,
e= সুপার এলিভেশন
V= গাড়ির গতিবেগ (kmph)
f= ঘর্ষণ সহগ
R= বাঁকের ব্যাসার্ধ (m)
প্রশ্নঃ
ডিস্টেম্পার কার্যে কি কি উপাদান ব্যবহৃত হয়?
উত্তরঃ
# মূল উপাদানঃ হোয়াইটিং বা চকের গুঁড়া।
# বাহনঃ পানি।
# বাইন্ডারঃ গ্লু বা রেজিন।
# রঞ্জকঃ রেড লেড, সবুজ ও হলুদ ক্রোম।
প্রশ্নঃ
পেইন্টের কার্যে ব্যবহৃত উপাদানগুলোর নাম লেখ।
উত্তরঃ
# মূল উপাদান।
# বাহন
# দ্রাবক
# শুষ্ককারী
# রঞ্জক
# নিষ্কীয় পূরক।
প্রশ্নঃ
যেকোন নির্মাণ প্রকল্পের খরচের শতকরা হিসাব লেখ।
উত্তরঃ
# নির্মাণ সামুগ্রী ব্যয় বাবদ= 60%
# শ্রমিকের মজুরি বাবদ=20%
# ঠিকাদারের মুনাফা =10%
# যন্ত্রপাতি বাবদ= 3%
# প্রাতিষ্ঠানিক ব্যয় বাবদ= 4.5%
# আকস্মিক বা অনির্ধারিত ব্যয় বাবদ= 2.5%
___________________
মোট=100%
প্রশ্নঃ
কন্টুর রেখা কাকে বলে?
উত্তরঃ নির্দিষ্ট উপাত্ত তল হতে সম-উচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখাকে কন্টুর রেখা বলে।
প্রশ্নঃ
কন্টুরিং কি?
উত্তরঃ যে প্রক্রিয়া বা কলাকৌশলের সাহায্যে কন্টুর মানচিত্র বা নকশা তৈরী করা হয় তাকে কন্টুরিং বলে।
প্রশ্নঃ
অনুভূমিক সমতুল ও সমোন্নতি ব্যবধান কাকে বলে?
উত্তরঃ পাশাপাশি দুটি কন্টুর রেখার অনুভূমিক দুরুত্বকে অনুভূমিক সমতুল বা অনুভূমিক সমার্থক বা Horizontal equivalent বলে এবং পাশাপাশি দুটি কন্টুর রেখার উল্লম্ব দুরুত্বকে সমোন্নতি ব্যবধান বা Contour Intervals বলে।
প্রশ্নঃ
ক্যাম্বার কাকে বলে?
উত্তরঃ সড়কপৃষ্ঠের প্রস্থচ্ছেদীয় তল বরাবর যে ঢাল দেওয়া হয় তাকে ক্যাম্বার বলে।
প্রশ্নঃ
ক্যাম্বার প্রদাণের কারণ কি?
উত্তরঃ
# সড়কপৃষ্ঠের পানি নিষ্কাশন।
# পেভমেন্টকে শুষ্ক রাখা।
# নমনীয় সড়কে স্কীডিং কমানো।
# চালককে নির্দিষ্ট পথে পরিচালিত করা।
# সড়কের স্থাপত্য সৌন্দর্য্য বাড়ানো।
প্রশ্নঃ
কি কি কারণে মাত্রাতিরিক্ত ক্যাম্বার প্রদান করা উচিৎ নয়?
উত্তরঃ
# Road Capacity কমে যায়।
# ক্যারেজওয়ের কিনারা অধিক ক্ষয় প্রাপ্ত হয়।
# অধিক ভারবাহী যানবাহন কাত হয়ে চলাচলে উল্টে যেতে পারে।
# ওভারটেকিং কালে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।
প্রশ্নঃ
আমাদের দেশের ইটের আদর্শ মাপ কত?
উত্তরঃ 242 mm × 114 mm × 70mm
প্রশ্নঃ
Cement Concrete কি?
উত্তরঃ প্রকৌশল কাজে সিমেন্ট জমাট বাঁধাইকারী উপাদান হিসাবে ব্যবহৃত হয়। কংক্রিটের বিভিন্ন উপাদানসমূহকে একত্রে ধরে রাখাই সিমেন্টের কাজ বলে একে Cement Concrete বলে। এর একক ওজন 2240 kg/m^3
প্রশ্নঃ
Plain Concrete কি?
উত্তরঃ সিমেন্ট, বালি, খোয়া দিয়ে তৈরী কংক্রিটকে সাধারণ কংক্রিট বা Plain Concrete বলে। এর একক ওজন 2300 kg/m^3
প্রশ্নঃ
RCC কাকে বলে?
উত্তরঃ Reinforcement সহযোগে প্রস্তুতকৃত সিমেন্ট কংক্রিটকে Reinforced Cement Concrete বা সংক্ষেপে RCC বলে। এর একক ওজন 2400 kg/m^3
প্রশ্নঃ
Cement Concrete Road এর সুবিধাগুলো কি কি?
উত্তরঃ
# এগুলো দীর্ঘস্থায়ী।
# এগুলোর পৃষ্ঠদেশ মসৃণ বিধায় যানবাহন চালানো আরামদায়ক।
# ভারী যানবাহন চলাচলের জন্য উপযোগী।
# স্থায়ীত্ব , রক্ষণাবেক্ষণ ও মেরামত ইত্যাদি বিবেচনায় বিটুমিনাস সড়কের তুলনায় সাশ্রয়ী।
# এগুলো দীর্ঘ সময় ব্যবহার করার পর বিটুমিনাস সড়কের ভিত্তিস্তর হিসাবে ব্যবহার করা হয়।
প্রশ্নঃ
বালির সূক্ষ্মতা গুনাঙ্ক কি?
উত্তরঃ আমেরিকান প্রমাণ চালুনি (ASTM) এর 4, 8, 16, 30, 50, 100 নং এ বালিকে চালার পর অবশিষ্ট অংশের শতকরা হারের কিউমুলেটিভ বা পুঞ্জিভূত যোগফলকে 100 দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বালির সূক্ষ্মতা গুনাঙ্ক বা Fineness Modulus বলে।
প্রশ্নঃ
সুপার এলিভেশন কাকে বলে?
উত্তরঃ বাঁকে সড়কের উপর দিয়ে গাড়ি চলাচলের সময় গাড়ির নিজস্ব ওজন ভরকেন্দ্র দিয়ে খাড়াভাবে ও কেন্দ্রাতিগ বল অনুভূমিকভাবে বাইরের দিকে ঠেলে দেয় বা ধাক্কা দেয়। ফলে যেকোনরূপ দূর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থা দূর করার জন্য বাঁকে সড়কের ভেতরের পাশ অপেক্ষা বাইরের পাশ উঁচু রাখা হয়। সড়কের ভেতর পাশ অপেক্ষা বাইরের পাশ যে পরিমাণ উঁচু রাখা হয় তাকে সুপার এলিভেশন বলে।
প্রশ্নঃ
সুপার এলিভেশন কি কি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ
# সড়কের ডিজাইন গতিবেগ।
# বাঁকের ব্যাসার্ধ।
# গাড়ির চাকা ও সড়কপৃষ্ঠের মধ্যকার ঘর্ষণসহগ।
# অভিকর্ষজ ত্বরণ।
প্রশ্নঃ
বিভিন্ন অংশের নাম সহ ফ্লেক্সিবল পেভমেন্ট সড়কের চিত্র অংকন করুন।
উত্তরঃ বইয়ে না পাইলে চাহিবামাত্র উহার বাহককে কমেন্টে দিতে বাধ্য থাকিবে।
তপুঃ
বিভিন্ন অংশের নাম সহ রিজিড পেভমেন্ট সড়কের চিত্র অংকন করুন।
উত্তরঃ বইয়ে না পাইলে চাহিবামাত্র উহার বাহককে কমেন্টে দিতে বাধ্য থাকিবে।
প্রশ্নঃ
পানি-সিমেন্ট অনুপাত কি?
উত্তরঃ নির্দিষ্ট পরিমাণ সিমেন্টের সহিত মিশ্রিত পানির ওজনের অনুপাতকে ওয়াটার-সিমেন্ট রেশিও বা পানি-সিমেন্ট অনুপাত বলে।
প্রশ্নঃ
স্লাম্প টেস্ট কাকে বলে?
উত্তরঃ ঢালাইকার্যে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের কার্যোপযোগিতা যাচাই করার জন্য যে পরীক্ষা করা হয় তাকে স্লাম্প টেস্ট বা নতি পরীক্ষা বলে।
প্রশ্নঃ
Deep Foundation বা গভীর ভিত্তি কাকে বলে?
উত্তরঃ যে সকল ভিত্তির গভীরতা প্রস্থের তুলনায় বেশি তাকে গভীর ভিত্তি বা Deep Foundation বল।
প্রশ্নঃ
স্ল্যাব কাকে বলে?
উত্তরঃ RCC নির্মিত প্রশস্ত এবং সমতল প্লেটকেই স্ল্যাব বলে। বহুতলা বিশিষ্ট ইমারতের সর্ব উপরের স্ল্যাবকে Roof Slab এবং অন্যান্য slab কে Floor slab বলে।
প্রশ্নঃ
বীম কাকে বলে?
উত্তরঃ যে সকল কাঠামো দৈর্ঘ্যের সাথে অনুভূমিকভাবে অবস্থান করে এবং উল্লম্ব লোডগুলো বহন করে সাপোর্টে স্থানান্তর করে তাকে বীম বলে।
প্রশ্নঃ
কিউরিং এর কাজ লেখ।
উত্তরঃ
# কংক্রিটকে শক্তিশালী করার জন্য।
# জমাট বাঁধার সময় সংকোচনের দরুন কংক্রিট যাতে ফেটে না যায়।
# কংক্রিটে অবস্থিত সিমেন্ট ও পানির ক্রিয়া-প্রতিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য।
# নির্মাণ কাজকে স্থায়ী ও মজবুত করার জন্য।
প্রশ্নঃ
RCC তে স্টীল ব্যবহারের কারণ কি?
উত্তরঃ
# স্টীলের টান পীড়ন খুব বেশি বলে অধিক টান পীড়ন কাঠামোর ক্ষেত্রে স্টীল ব্যবহার উপযোগী।
# স্টীল সহজে পাওয়া যায়।
# স্টীল সহজে প্রয়োজনমত কাটা যায়, দুমড়ানো যায়, বাঁকানো যায় এবং ওয়েল্ডিং করা যায়।
# কংক্রিটের সাথে অন্য কোন পদার্থের চেয়ে স্টীলের বন্ড বেশি হয়।
# কংক্রিট ও স্টীল কোন রাসায়নিক বিক্রিয়া করে না।
প্রশ্নঃ
60 গ্রেড স্টীল বলতে কি বুঝায়?
উত্তরঃ যে ইস্পাতের প্রসারণ ঘটাতে প্রতি বর্গ ইঞ্জিতে কমপক্ষে 60000 পাউন্ডের সমপরিমাণ চাপ প্রয়োগ করতে হয় তাকে 60 গ্রেড স্টীল বা ইস্পাত বলে।
প্রশ্নঃ
500 W বলতে কি বুঝায়?
উত্তরঃ রডের পীড়ন বহন করার শক্তি 72.5 গ্রেডের এবং 500 মেগাপ্যাস্কেল।
500 W =500 মেগাপ্যাস্কেল [1 মেগাপ্যাস্কেল =145 psi]
=500*145=72500 psi=72.5 Grade.
প্রশ্নঃ
বাংলাদেশে উৎপাদিত ১০ টি বিভিন্ন ব্রান্ডের সিমেন্টের নাম লেখ।
উত্তর:-
# Colour cement.
# High early strength Portland Cement.
# Aluminous cement.
# Clay Cement.
# Pazzolanic silica cement.
# Air entraining cement.
# White cement.
# Quick setting cement.
# Low Hit cement.
# Rapid Hardening cement.
প্রশ্নঃ
ডাবল রিইনফোর্সড বীম কাকে বলে?
উত্তরঃ যে সকল বীমের টেনসাইল স্ট্রেস ও কম্প্রেসিভ স্ট্রেস উভয়কে প্রতিরোধ করার জন্য উভয় জোনে পৃথক পৃথক ভাবে Reinforcement ব্যবহার করা হয় তাকে Double Reinforced Beam বলে।
প্রশ্নঃ
কেন ডাবল রিইনফোর্সড বীম ডিজাইন করা হয়?
উত্তরঃ
# অধিক বেন্ডিং মোমেন্ট প্রতিরোধ করতে হয়।
# বীমের আকার সীমিত রাখা হয়।
# বীমের স্প্যান অধিক হয়।
# বীমে অতিরিক্ত লোড আরোপিত হয়।
# কক্ষের উচ্চতা অধিক পাওয়ার প্রয়োজন হয়।
প্রশ্নঃ
নিম্নে বর্ণিত পদার্থ সমূহের একক ওজন লিখুন।
উত্তরঃ
# সাধারণ বা Plain Concrete =2300 kg/m^3
# RCC concrete =2400kg/m^3
# Brickwork =1920 kg/m^3
# Water =1000 kg/m^3
# Cement =1440 kg/m^3
# M .S Rod =7850 kg/m^3
# শুকনো মাটি = 1440 kg/m^3
# চুন =640-960 kg/m^3
# বিটুমিন = 1040 kg/m^3
# Lime concrete =1920 kg/m^3
# Brick concrete = 2350 kg/m^3
# stone concrete =2450 kg/m^3
প্রশ্নঃ
সিঙ্গেল ও ডাবল রিইনফোর্সড বীমের মধ্যে পার্থক্য লিখুন।
উত্তরঃ
# টান পীড়ন প্রতিরোধ করার জন্য কেবলমাত্র টেনসাইল জোনে রিইনফোর্সমেন্ট প্রদান করাকে সিঙ্গেল রিইনফোর্সড বীম বলে।
অপরপক্ষে, যে সকল বীমের টেনসাইল স্ট্রেস ও কম্প্রেসিভ স্ট্রেস উভয়কে প্রতিরোধ করার জন্য উভয় জোনে পৃথক পৃথক ভাবে রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তাকে ডাবল রিইনফোর্সড বীম বলে।
# সিঙ্গেল রিইনফোর্সড বীমের আকার নির্দিষ্ট থাকে না।
অপরপক্ষে, ডাবল রিইনফোর্সড বীমের আকার নির্দিষ্ট থাকে।
# সিঙ্গেল রিইনফোর্সড বীমের কক্ষ উচ্চতা তুলনামূলকভাবে কম পাওয়া যায়। অপরপক্ষে, ডাবল রিইনফোর্সড বীমের কক্ষ উচ্চতা তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়।
#সিঙ্গেল রিইনফোর্সড বীমে রিইনফোর্সমেন্ট তুলনামূলকভাবে কম লাগে। অপরপক্ষে, ডাবল রিইনফোর্সড বীমে রিইনফোর্সমেন্ট তুলনামূলকভাবে বেশি লাগে।
প্রশ্নঃ
ডেড লোড কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত লোড কাঠামোর আয়ুষ্কালে উহার উপর আরোপিত হয় অর্থ্যাৎ যে সমস্ত লোড অপরিবর্তিত থাকে তাকে ডেড লোড বা নিশ্চল লোড বলে। যেমনঃ কাঠামোর নিজস্ব ওজন।
প্রশ্নঃ
Live Load বা সচল লোড কাকে বলে?
উত্তরঃ কাঠামোর উপর আরোপিত সকল পরিবর্তনশীল লোডকে Live Load বা সচল লোড বলে। যেমনঃ ব্রীজের ক্ষেত্রে গাড়ীর ভার।
প্রশ্নঃ
কফার ড্যাম কি?
উত্তরঃ কফার ড্যাম এক ধরনের অস্থায়ী বেষ্টনী। নদী, হৃদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাঁধা প্রদানের জন্য যে ভিত্তি নির্মাণ করা হয় তাকে কফার ড্যাম বলে।
প্রশ্নঃ
পাইল কি? শীট পাইল কাকে বলে?
উত্তরঃ স্টীল, কংক্রিট বা কাঠের সরু স্ট্রাকচারাল মেম্বারকে পাইল বলে।
আর যে পাইল মাটির অনুভূমিক সরণ প্রতিরোধ করার জন্য বেষ্টনী হিসাবে কাজ করে তাকে শীট পাইল বলে।
প্রশ্নঃ
ফ্রিকশন পাইল কি?
উত্তরঃ যে পাইল স্ক্রিন ফ্রিকশনের মাধ্যমে লোডকে স্থানান্তর করে থাকে তাকে ফ্রিকশন পাইল বলে।
প্রশ্নঃ
প্রি-কাস্ট পাইল কাকে বলে? সংক্ষেপে আলোচনা করুন।
উত্তরঃ কার্যস্থল হতে দূরে সুবিধামত স্থানে ঢালাই করে যে পাইল তৈরী করা হয়, তাকে প্রি-কাস্ট পাইল বলে।
# এই পাইল রিইনফোর্সড কংক্রিটের হয়ে থাকে।
# পাইলকে সরাসরি মাটিতে আঘাত করে বসানো হয়।
# পানির নিচে বসানো যায়।
প্রশ্নঃ
কাস্ট-ইন-সিটু পাইল কাকে বলে? সংক্ষেপে আলোচনা করুন।
উত্তরঃ নির্দিষ্ট গভীরতা পর্যন্ত গর্ত খনন করে স্ব স্থানে ঢালাই করে যে পাইল তৈরী করা যায় তাকে কাস্ট-ইন-সিটু পাইল বলে।
# এই পাইল সাধারণ কংক্রিটের হয়ে থাকে।
# লোহার কেসিং পাইপকে আঘাত করে মাটিতে বসিয়ে তারপর কংক্রিট ঢালাই করা হয়।
# পানির নিচে ব্যবহার করা যায় না।
প্রশ্নঃ
সেপটিক ট্যাংক কি?
উত্তরঃ যেখানে সাধারণ সিউয়ার ব্যবস্থা নেই কিন্তু পানি সরবরাহ ব্যবস্থা আছে সেখানে বিভিন্ন ভবন থেকে গৃহিত তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূপৃষ্ঠের ঠিক নিচে যে আয়তাকার পানিরোধী ট্যাংক নির্মাণ করা হয় তাকে সেপটিক ট্যাংক বলে।
প্রশ্নঃ
সোকওয়েল কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ সেপটিক ট্যাংক হতে নির্গত তরলকে অক্ষতিকর অবস্থায় রূপান্তর করার জন্য যে প্রকোষ্ঠ ব্যবহৃত হয় তাকে সোকওয়েল বা সোকপিট বলে।
প্রশ্নঃ
দুই চেম্বার বিশিষ্ট ১ টি সেপটিক ট্যাংকের প্লান ও খন্ডিত চিত্র অংকন করুন।
উত্তরঃ নিজে চেষ্টা করুন।
প্রশ্নঃ
Prime Coat কাকে বলে?
উত্তরঃ যখন কোন পূর্ব নির্মিত রাস্তা যেমন গ্রাভেল রাস্তা, স্ট্যাবিলাইজড মাটির রাস্তা, জলাবদ্ধ খোয়ার রাস্তা নির্মাণ করার পূর্বে বিরাজমান সারফেসের উপর তরলকৃত বিটুমিনের যে পাতলা স্তর প্রদান করা হয় তাকে প্রাইম কোট বলে।
প্রশ্নঃ
ট্যাক কোট কাকে বলে?
উত্তরঃ যখন কোন পূর্বে নির্মিত পাকা রাস্তা যেমন বিটুমিনাস রাস্তা, সিমেন্ট কংক্রিটের রাস্তা ইত্যাদি নির্মাণ করার পূর্বে বিরাজমান সারফেসের উপর তরলকৃত বিটুমিনের যে পাতলা স্তর প্রদান করা হয় তাকে ট্যাক কোট বলে।
প্রশ্নঃ
সিল কোট কাকে বলে?
উত্তরঃ বিটুমেন রাস্তার পৃষ্ঠতলকে পানিরোধী ও ম্যাকাড্যামকে শক্তিধর করার জন্য ছোট পাথরকুচি সহযোগে বিটুমিনের যে পাতলা স্তর প্রদান করা হয় তাকে সিল কোট বলে।
প্রশ্নঃ
Scour depth (ক্ষয়ের গভীরতা) কাকে বলে?
উত্তরঃ প্রবাহিত স্রোত নদীর তলদেশে যে গভীরতা পর্যন্ত মাটি ক্ষয় করে তাকে Scour depth বা ক্ষয়ের গভীরতা বলে।
প্রশ্নঃ
রিটেইনিং ওয়ালের স্থিতিশীলতার শর্তগুলো কি কি?
উত্তরঃ
# উল্টিয়ে যাওয়ার প্রবণতা নিরীক্ষার শর্ত=(প্রতিরোধী মোমেন্ট /ওভারটার্নিং মোমেন্ট) >২
# পিছলিয়ে যাওয়ার প্রবণতা নিরীক্ষার শর্ত=(প্রতিরোধী বল/স্লাইডিং বল)>১. ৫
# অসম বসন নিরীক্ষার শর্ত=fmax<fsoil
প্রশ্নঃ
আন্ডার পাইনিং বলতে কি বুঝায়?
উত্তরঃ পুরাতন ভিত্তিকে শক্তিশালী করা অথবা পুরাতন ভিত্তির স্থলে নতুন ভিত্তি প্রদান করার পদ্ধতিকে আন্ডার পাইনিং বলে। আন্ডার পাইনিং ২ প্রকার।
প্রশ্নঃ
শোরিং কাকে বলে?
উত্তরঃ সাময়িকভাবে বিপদগ্রস্ত কাঠামোকে সাপোর্ট প্রদান করার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শোরিং বলে।শোরিং ৩ প্রকার।
প্রশ্নঃ
প্রথম শ্রেণীর ইটের ৫ টি বৈশিষ্ট্য লিখুন।
উত্তরঃ
# ইট শক্ত, টেকশই, মজবুত, দৃঢ়াবদ্ধ গঠন, ফাটলমুক্ত ও ঝাঝড়াবিহীন হবে।
# ইটের রং গাঢ় লাল তাম্র বর্ণের হবে এবং রংয়ের সাম্যতা থাকবে।
# অপর ইট বা হাতুরীর আঘাতে ধাতব শব্দ সৃষ্টি হবে।
# নখ বা ছুরি দ্বারা স্বাভাবিক আচড় দিলে কোন দাগ পড়বে না।
#২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে ইট তার নিজস্ব ওজনের ১/৬ অংশের বেশি পানি শোষণ করবে না।
প্রশ্নঃ
লেইটেন্স কাকে বলে?
উত্তরঃ কংক্রিটে পানির পরিমাণ বেশি হলে কংক্রিটের উপরিভাগে মসলা উঠে জমে একটি শক্ত আবরণী সৃষ্টি হয়। একে কংক্রিটের আবরণী বা লেইটেন্স বলে।
প্রশ্নঃ
কংক্রিটের সেগ্রিগেশন কাকে বলে?
উত্তরঃ সদ্য মিশ্রিত কংক্রিটের উপাদান সমূহ পৃথক হয়ে যাওয়াকে কংক্রিটের সেগ্রিগেশন বা বিযুক্তিকরণ বলে।
প্রশ্নঃ
কংক্রিটের ব্লিডিং বলতে কি বুঝায়?
উত্তরঃ সদ্য ঢালাইকৃত কংক্রিটের উপর পানি কণার সাথে সিমেন্টের মিশ্রণ চুইয়ে পড়াকে কংক্রিটের ব্লিডিং বা পানিক্ষরণ বলে।
প্রশ্নঃ
তিন বিন্দু সমস্যা কি?
উত্তরঃ একটি অজ্ঞাত বিন্দুতে তিনটি জ্ঞাত বিন্দুর দ্বারা সৃষ্ট কোনদ্বয় জানা থাকলে যে সমস্যা সমাধানের মাধ্যমে অজ্ঞাত বিন্দুটির অবস্থান জানা যায় তাকে তিন বিন্দু সমস্যা বলে।
প্রশ্নঃ
অঙ্গেল অব রিপোজ কাকে বলে?
উত্তরঃ স্বাভাবিক অবস্থায় মাটির স্তূপ অনুভূমিকের সাথে যে কোন সৃষ্টি করে তাকে অঙ্গেল অব রিপোজ বলে।
প্রশ্নঃ
True Meridian বা প্রকৃত মধ্যরেখা কাকে বলে?
উত্তরঃ ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রান্ত উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে প্রকৃত মধ্যরেখা বা True Meridian বলে।
প্রশ্নঃ
আজিমাথ কাকে বলে?
উত্তরঃ প্রকৃত মধ্যরেখার সাথে কোন রেখা ডানাবর্তে যে অনুভূমিক কোন সৃষ্টি করে তাকে আজিমাথ বলে
প্রশ্নঃ
পয়শনের অনুপাত কাকে বলে?
উত্তরঃ বাস্তুর দৈর্ঘ্য বরাবর লোড প্রয়োগ করলে উহার দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতি ঘটে। এই পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়শনের অনুপাত বলে।
প্রশ্নঃ
মৃত্তিকার সূচক ধর্মগুলো কি কি?
উত্তরঃ সূচক ধর্ম দুই প্রকার। যথাঃ
# মাটির দানার ধর্মঃ আকার, আকৃতি ইত্যাদি।
#মাটির এগ্রিগেট ধর্মঃ পরোসিটি, ভয়েড রেশিও, একক ওজন, আঃগুরুত্ব, ঘনত্ব, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট ইত্যাদি।
প্রশ্নঃ
ইটের কাদার অনিষ্টকারী উপাদানগুলি কি কি?
উত্তরঃ
# অতিরিক্ত চুন।
#অতিরিক্ত জৈব পদার্থ।
#লবণ জাতীয় পদার্থের উপস্থিতি।
#আয়রণ পিরাইটস এর উপস্থিতি।
প্রশ্নঃ
কি কি কারণে ভিত্তি বা ফাউন্ডেশন ব্যর্থ হয়?
উত্তরঃ
# সাব-সয়েলের অসমবসন।
# ম্যাশনারির অসমবসন।
#সাব-সয়েলের আর্দ্রতার সরণ।
#সাব-সয়েলের পার্শ্বসরণ।
# দেওয়ালের উপর পার্শ্বচাপ।
# আবহাওয়া ক্রিয়া।
# ইলাস্টিক সংকোচনের কারণে ভিত্তি বসে যায়।
# প্লাস্টিক সংকোচনের কারণে ভিত্তি বসে যায় ইত্যাদি।
প্রশ্নঃ
মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ে টারজাগির সূত্রের সীমাবদ্ধতা কি কি?
উত্তরঃ
# ফাই পরিবর্তনে মাটি সংকুচিত হবে এবং ফুটিং এর সামান্য নিম্নমুখী সরণ হবে।
# মাটির পরোক্ষ চাপের হিসাবের জন্য যে ত্রুটি হবে তা খুবই সামান্য এবং পূর্বাহ্ণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
# বেস লেভেলের উপর মাটির শিয়ার রেজিস্ট্যান্স অগ্রাহ্য করায় যে ত্রুটি দেখা দিবে তার জন্য ভিত্তির গভীরতা বৃদ্ধি করতে হবে
প্রশ্নঃ
কম্প্যাকশন ও কনসলিডেশন এর মধ্যে পার্থক্য লেখ।
উত্তরঃ
# অস্থির সচল চাপা বলের মাধ্যমে মৃত্তিকা দূঢ়াবদ্ধ করার প্রক্রিয়াকে Compaction বলে। অপর পক্ষে, স্থির নিশ্চল চাপা বলের মাধ্যমে সম্পৃক্ত মৃত্তিকাকে দূঢ়াবদ্ধ করার প্রক্রিয়াকে Consolidation বলে।
# কম্প্যাকশনের ক্ষেত্রে স্বল্পমেয়াদী লোড প্রয়োগ করতে হয়। অপরপক্ষে, কনসলিডেশন এর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লোড প্রয়োগ করতে হয়।
#কম্প্যাকশনের ক্ষেত্রে Live Load, Compressive force, Rolling ইত্যাদি প্রয়োগ করা হয়। অপরপক্ষে, কনসলিডেশন এর ক্ষেত্রে ডেড লোড প্রয়োগ করা হয়।
# সকল প্রকার মাটির ক্ষেত্রে compaction প্রযোজ্য। কিন্তু কনসলিডেশন শুধুৃমাত্র কাদামাটির ক্ষেত্রে বেশি প্রযোজ্য।
প্রশ্নঃ
3.60 মিটার চওড়া 1.00 কি.মি. HBB সড়ক নির্মাণে কতটি ইটের প্রয়োজন?
উত্তরঃ
Let, এজিং 7.5 cm=0.075 m
B=3.6-(2*0.075)=3.45 m
HBB=1*1000*3.45=3450 m^2
Required Bricks =3450*52=179400 Nos.
প্রশ্নঃ
আর.এল কি?
উত্তরঃ উপাত্ত রেখা হতে কোন বিন্দু বা বস্তুর লাম্বিক দুরুত্বকে হ্রাসকৃত তল বা Reduced Level বা সংক্ষেপে একে R.L বলে।
প্রশ্নঃ
কংক্রিটের উপাদানগুলোর নাম লিখুন।
উত্তরঃ
# Binding Materials : Cement, Lime.
# Aggregate Materials :
★Coarse Aggregate : khoya.
★Fine. Aggregate : Sand, shurki etc.
# Helping Materials : Pure Water.
# Admixture : Cement, Lime etc.
প্রশ্নঃ
প্রি-স্ট্রেসড কংক্রিট কাকে বলে?
উত্তরঃ কংক্রিট ও স্টীলকে উচ্চ ক্ষমতা প্রদান করে যে কংক্রিট তৈরী করা হয় তাকে প্রি-স্ট্রেসড কংক্রিট বলে।
প্রশ্নঃ
শর্ট কলাম কাকে বলে?
উত্তরঃ যখন দৈর্ঘ্য ও ন্যূনতম পার্শ্ব পরিমাপের অনুপাত ১০ এর কম তাকে শর্ট কলাম বলে।
অর্থ্যাৎ L/b<10
প্রশ্নঃ
লং কলাম কাকে বলে?
উত্তরঃ যখন দৈর্ঘ্য ও ন্যূনতম পার্শ্ব পরিমাপের অনুপাত ১০ এর বেশি তাকে লং কলাম বলে।
অর্থ্যাৎ L/b> 10
প্রশ্নঃ
কলাম কাকে বলে?
উত্তরঃ যে সকল কাঠামো চাপা বল বা Axial Load বহন করে এবং খাঁড়াভাবে অবস্থান করে, যাদের Unsupported Length এর প্রস্থচ্ছেদের ন্যুনতম পার্শ্বমাপের তিনগুনের বেশি তাদেরকে কলাম বলে।
প্রশ্নঃ
কলামের প্রকারভেদ লিখুন।
উত্তরঃ
★আকারের উপর ভিত্তি করে কলাম চার প্রকার। যথাঃ-
*আয়তাকার কলাম।
*বৃত্তাকার কলাম।
*বর্গাকার কলাম।
*বহুভূজাকৃতি কলাম।
★রডের বিন্যাসের উপর ভিত্তি করে কলাম চার প্রকার।যথাঃ-
*Tied Column
*Spiral Column
*Composite column
*Combination Column
প্রশ্নঃ
এগ্রিগ্রেট কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত পদার্থ কেবল কংক্রিটের আয়তন বৃদ্ধি করে কিন্তু কোন রাসায়নিক বিক্রিয়া করে না তাকে এগ্রিগ্রেট বলে।
প্রশ্নঃ
সিমেন্টের গঠন উপাদান কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ-
★খনিজ উপাদান
★অম্ল ও ক্ষারকীয় বা রাসায়নিক উপাদান।
প্রশ্নঃ
সিমেন্টের খনিজ উপাদানগুলোর নাম লেখ।
উত্তরঃ
★ট্রাই ক্যালসিয়াম সিলিকেট (3CaO.SiO2-C3S)=50%
★ডাই ক্যালসিয়াম সিলিকেট (2CaO.SiO2-C2S)=25%
★ট্রাই ক্যালসিয়াম এলুমিনেট(3CaO.Al2O3-C3A)=10%
★টেট্রা ক্যালসিয়াম এলুমিনো ফেরাইট(4CaO.Al2O3 Fe2O3-C4AF)=10%
★ক্যালসিয়াম সালফেট (CaSO4)=3%
★অন্যান্য =2%
_____________________________
Total=100%
প্রশ্নঃ
অম্ল ও ক্ষারকীয় বা রাসায়নিক উপাদানের তালিকা দাও।
উত্তরঃ
★লাইম(CaO) =63%
★সিলিকা (SiO2) =22%
★এলুমিনা(Al2O3) =7%
★অায়রণ অক্সাইড (Fe2O3) =3%
★ম্যাগনেসিয়াম অক্সাইড(MgO) =2%
★সালফার ট্রাই অক্সাইড(SO3) =2%
★পটাশিয়াম ও সোডিয়াম অক্সাইড =0.3%
★ক্ষারকীয় পদার্থ =0.7%
_______________________
Total =100%
প্রশ্নঃ
পূর্ণবৃত্ত বিয়ারিং কি?
উত্তরঃ কোন রেখা নর্থ মেরিডিয়ান হতে ডানাবর্তে ঘুরে যত ডিগ্রী কোণ উৎপন্ন তাকে ঐ রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং বলে।
প্রশ্নঃ
জিপসাম কি ও কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ জিপসাম সিমেন্টের একটি রাসায়নিক উপাদান। সিমেন্টে জিপসামের পরিমাণ যত কম হবে এটি ততো দ্রুত জমাটবদ্ধ হবে।
তাই সিমেন্টে জমাটবদ্ধতার গতি মন্থর করার জন্য জিপসাম ব্যবহার করা হয়।
প্রশ্নঃ
ইট প্রস্তুতিতে আদর্শ মৃত্তিকার রাসায়নিক গঠন উল্লেখ করুন।
উত্তরঃ
★সিলিকা(SiO2) =55%
★এলুমিনা(Al2O3) =30%
★ আয়রণ অক্সাইড(Fe2O3) =8%
★ম্যাগনেশিয়া( MgO) =5%
★লাইম (CaO) =1%
★জৈব পদার্থ =1%
___________________________
Total =100%
প্রশ্নঃ
মিন-সি-লেভেল কি?
উত্তরঃ সমুদ্রের শান্ত পানিতলের দীর্ঘদিনের গড় উচ্চতাকে মিন-সি-লেভেল বলে।
প্রশ্নঃ
PWD এর মতে ইটের সাইজ কত?
উত্তরঃ 9.5"×4.5"×2.75"
প্রশ্নঃ
হ্রাসকৃত বিয়ারিং বা Reduced Bearing কাকে বলে?
উত্তরঃ কোন রেখা নর্থ বা সাউথ মেরিডিয়ান হতে ডানাবর্তে বা বামাবর্তে ঘুরে যত ডিগ্রী কোণ উৎপন্ন করে তাকে ঐ রেখার হ্রাসকৃত বিয়ারিং বা Reduced Bearing বলে।
প্রশ্নঃ
Rigid & Flexible Pavement এর মধ্যকার পার্থক্য লেখ।
উত্তরঃ
★Rigid pavement কাঠামোগতভাবে অনমনীয়। অপরপক্ষে, Flexible pavement কাঠামোগতভাবে নমনীয়।
★Rigid pavement পর্যাপ্ত ফ্লেক্সার পীড়ন প্রতিরোধ করতে পারে। অপরপক্ষে, Flexible pavement এর ফ্লেক্সার বা বেন্ডিং পীড়ন প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে।
★Rigid Pavement এর আলোর প্রতিফলন বেশি। অপরপক্ষে, Flexible pavement এর আলোর প্রতিফলন কম।
★Rigid pavement সড়কে যানবাহন চলাচলে শব্দ ও কম্পন বেশি হয়। অপরপক্ষে, Flexible pavement সড়কে যানবাহন চলাচলে শব্দ ও কম্পন কম হয়।
প্রশ্নঃ
ম্যাট বা রাফট ভিত্তি বলতে কি বুঝায় ?
উত্তরঃ ম্যাট বা রাফট ভিত্তি হলো এমন একটি কম্বাইন্ড ফুটিং যা কাঠামোর সমস্ত দেওয়াল ও কলামকে একত্রে সাপোর্ট প্রদান করে। যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে অতিরিক্ত লোডের কাঠামোগুলো ম্যাট বা রাফট ভিত্তির সাহায্যে নির্মাণ করা হয়।
প্রশ্নঃ
ঋতুসহকরণ কি? এর পদ্ধতিগুলোর নাম লিখুন।
উত্তরঃ কাঠের কোষ ও কোষ প্রাচীরে অবস্থিত পলরস ও জলীয়কণা যে প্রক্রিয়ায় অপসারণ করা হয় তাকে কাঠের ঋতুসহকরণ বলে। এর পদ্ধতি দুই প্রকার। যথাঃ-
(i) প্রাকৃতিক ঋতুসহকরণ।
(ii)কৃতিম ঋতুসহকরণ।
নিম্নে আলোচনা করা হলোঃ-
★প্রাকৃতিক ঋতুসহকরণ দুই প্রকার। যথাঃ-
*বাতাসের সাহায্যে।
*পানির সাহায্যে।
★কৃতিম ঋতুসহকরণ নিম্নলিখিতভাবে করা হয়।যথাঃ-
*বাষ্পীভবন বা স্ফুটন।
*ধুঁয়া শুষ্কীকরণ।
*রাসায়নিক ঋতুসহকরণ।
*বৈদ্যুতিক ঋতুসহকরণ।
*ধারাবাহিক চুল্লী ঋতুসহকরণ।
প্রশ্নঃ
শিকল জরিপের ত্রিভুজের দুইটি বৈশিষ্ট্য লিখুন।
উত্তরঃ
★একটি আদর্শ ত্রিভুজের কোন কোণই 30 ডিগ্রী এর কম হবে না এবং ১২০ ডিগ্রী এর বেশি হবে না।
★এর যেকোন দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় হবে।
প্রশ্নঃ
রিটেইনিং ওয়াল কাকে বলে?
উত্তরঃ যে ওয়াল নিজস্ব অবস্থান বজায় রেখে মাটি বা অন্য কোন পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে তাকে রিটেইনিং ওয়াল বলে। পাহাড়ী রাস্তার পাশে, জলাশয়ের পাড়ে ইত্যাদি স্থানে নির্মাণ করা হয়।
প্রশ্নঃ
Forward Bearing কি?
উত্তরঃ জরিপ কাজ যে দিকে অগ্রসর হতে থাকে সে দিকে মুখ করে কোন রেখার যে বিয়ারিং পাওয়া যায় তাকে Forward Bearing বা সম্মুখ বিয়ারিং বলে।
প্রশ্নঃ
Backward Bearing কি?
উত্তরঃ জরিপ কাজ যে দিকে অগ্রসর হতে থাকে তার বিপরীত দিকে মুখ করে কোন রেখার যে বিয়ারিং পাওয়া যায় তাকে Backward Bearing বা পশ্চাৎ বিয়ারিং বলে।
প্রশ্নঃ
Hardness of water বা পানির ক্ষারত্ব কি?
উত্তরঃ পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাই কার্বনেট, সালফেট ও ক্লোরাইড ইত্যাদি লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষার হয়। একে Hardness of water বা পানির ক্ষারত্ব বলে।
প্রশ্নঃ
ব্রীজ কত প্রকার ও কি কি?
উত্তরঃ Bridge মূলত পাঁচ প্রকার। যথাঃ-
★Girder Bridge
★Arch Bridge
★Truss Bridge.
★Rigid Frame Bridge
★Cable Stayed Bridge
প্রশ্নঃ
DPC কি?
উত্তরঃ DPC এর পূর্ণরূপ হলোঃ- Damp Proof Course. প্লিন্থ লেভেল, জানালার সিল ও মেঝের উপর ২-৪ সে.মি. পুরু যে সিমেন্টের আস্তরণ দেওয়া হয় তাকে DPC বলে।
প্রশ্নঃ
সাপোর্ট কত প্রকার ও কি কি? আলোচনা করুন।
উত্তরঃ সাপোর্ট তিন প্রকার। যথাঃ-
★ রোলার সাপোর্টঃ এ ধরনের সাপোর্ট যে তলে অবস্থান করে কেবলমাত্র তার লম্ব দিকে প্রতিক্রিয়া বল কাজ করে। এ ধরনের সাপোর্টের মোমেন্ট প্রতিক্রিয়ার মান শূন্য। তলের স্পর্শক বরাবর কোন প্রতিক্রিয়া কাজ করে না।
★হিঞ্জ সাপোর্টঃ এ ধরনের সাপোর্ট যে তলে অবস্থান করে সেই তলের স্পর্শক বরাবর ও তাদের লম্ব দিকে প্রতিক্রিয়া বল কাজ করে। এ সাপোর্টের মোমেন্ট প্রতিক্রিয়ার মান শূন্য।
★আবদ্ধ বা ফিক্সড সাপোর্টঃ এ ধরনের সাপোর্ট উল্লম্ব ও অনুভূমিক প্রতিক্রিয়া বল সহ মোমেন্ট প্রতিক্রিয়া বল কাজ করে।
প্রশ্নঃ
কংক্রিট মিশ্রণে পানি-সিমেন্ট অনুপাত কেন প্রয়োজন হয়?
উত্তরঃ কংক্রিটের শক্তি নিয়ন্ত্রণ করার জন্য কংক্রিট মিশ্রণে পানি-সিমেন্ট অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্নঃ
ভাইব্রেটর রোলার কোথায় ব্যবহার করা হয়? এর বিশেষত্ব কি?
উত্তরঃ ওয়াটার বাউন্ড ম্যাকাড্যাম সড়কের দূঢ়করণ কাজে ভাইব্রেটর রোলার ব্যবহার করা হয়। এর বিশেষত্ব হলো ভাইব্রেটিং এর ফলে মাটিতে কম্পনের সৃষ্টি হয়। যার কারণে মাটির ভেতরের ফাঁকা অংশ দুর হয়ে আরো ঘনসন্নিবিষ্ট হয়।
প্রশ্নঃ
পাইল কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ
★দূর্বল মাটিতে স্ক্রিন ফ্রিকশনের মাধ্যমে লোড স্থানান্তর করতে পাইল ব্যবহার করা হয়।
★কম্প্যাকশন পাইলের মাধ্যমে বালি মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি করতে।
★মাটির ক্ষয় প্রতিরোধ করতে।
★ওভারটার্নিং মোমেন্ট প্রতিরোধ করতে
★তির্যক বলকে প্রতিরোধ করতে ইত্যাদি কাজে পাইল ব্যবহার করা হয়।
প্রশ্নঃ
পাইল কত প্রকার ও কি কি?
উত্তরঃ পাইল সাত প্রকার। যথাঃ-
*বিয়ারিং পাইল
*ফ্রিকশন পাইল
*শীট পাইল
*অ্যাঙ্কর পাইল
*ফেন্ডার পাইল
*ব্যাটার পাইল
*কম্প্যাকশন পাইল।
প্রশ্নঃ
প্রি-কাস্ট পাইল স্থানান্তর করতে কিরূপ সাবধানতা অবলম্বন করতে হয়?
উত্তরঃ
★ প্রি-কাস্ট পাইল খুবই ভারী বিদায় স্থানান্তরের সময় যেন ভেঙ্গে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
★পাইল বসানোর সময় আঘাতের ফলে পাইল যেন বেশি দূর্বল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
★পাইল বসানোর সময় খরচ যাতে কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রশ্নঃ
ডায়াগোনাল টেনশন বলতে কি বুঝায়?
উত্তরঃ বীমের উপরের অংশে চাপ পীড়ন এবং নিচের অংশে টান পীড়নের কারণে বীমে যে টেনশন উৎপন্ন হয় তাকে ডায়াগোনাল টেনশন বলে।

River Training বলতে কি বুঝায়?
উত্তরঃ মানুষের কল্যাণের উদ্দেশ্যে নদ-নদীর অপ্রতিরোধ্য গতিকে মানুষের নির্দেশিত পথে পরিচালিত করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। একে River Training বলে।
প্রশ্নঃ
স্থিতিস্থাপক সীমা বলতে কী বুঝায়?
উত্তরঃ যে ধর্মের ফলে বাহির হতে প্রযুক্ত বল অপসারিত হইলে বিকৃত বস্তু উহার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে।
প্রশ্নঃ
ক্রান্তি বাঁক (Transition Curve) কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ
★গাড়িকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করা।
★গতি জড়তার কারণে যাত্রীদের অবাঞ্চিত ঝাঁকুনি ও হেলে পড়ার হাত থেকে রক্ষা করে।
★রাস্তার ভিতর ও বাহিরের দিকে সমান চাপ প্রয়োগে সহায়তা করে।
★যানবাহনকে সোজা পথ থেকে বৃত্তাকার পথে এবং বৃত্তাকার পথ থেকে সোজা পথে সহজ উত্তরণে সাহায্য করে।
★বাঁকের মাত্রা শূন্য থেকে ধীরে ধীরে বাড়িয়ে নির্দিষ্ট পরিমাণ করা, যাতে বৃত্তাকার বাঁকের প্রারম্ভেই নির্দিষ্ট মানের ব্যাসার্ধ পাওয়া যায়।
প্রশ্নঃ
ক্রান্তি বাঁক কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ মূল বৃত্তাকার বাঁকের দু'দিকে, যৌগিক বাঁকের মাঝে এবং বিপরীতমুখী বাঁকের ক্ষেত্রে দিক মুখ পরিবর্তনের সংযোগ অংশে ক্রান্তি বাঁক ব্যবহার করা হয়।
প্রশ্নঃ
পেইন্ট ও ভার্নিশের মধ্য পার্থক্য লিখুন।
উত্তরঃ
★পিগমেন্ট ও বাইন্ডারের তরল মিশ্রিত দ্রবণকে পেইন্ট বলে। অপরপক্ষে, তারপিন তেল বা অ্যালকোহল এবং রজন মিশ্রিত তরল দ্রবণকে ভার্নিশ বলে।
★পেইন্টের ক্ষেত্রে পৃষ্ঠকে ঢেকে দেওয়া হয়। অপরপক্ষে, ভার্নিশের ক্ষেত্রে প্রকৃত পৃষ্ট দেখা যায়।
★পেইন্ট যেকোন পৃষ্টে প্রদান করা যায়। অপরপক্ষে, কেবল কাঠের পৃষ্ঠে ভার্নিশ প্রদান করা যায়।
★পেইন্ট পৃষ্ঠের উজ্জ্বলতা বৃদ্ধি করে। অপরপক্ষে, ভার্নিশ কাঠের অাঁশের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
প্রশ্নঃ
সেনেটারি কাজে ব্যবহৃত তিনটি ফিটিংস ও তিনটি ফিক্সচারের নাম লিখুন।
উত্তরঃ
★তিনটি ফিটিংসঃ
*বেন্ড
*টি
*ইউনিয়ন।
★তিনটি ফিক্সারঃ
*সিংক
*ট্রাপ
*হাত ধোয়ার বেসিন।
প্রশ্নঃ
★নিম্নলিখিত প্রশ্নটি থিওরি প্রমাণ হিসাবে আসতে পারে ও অনুশীলন করলে শীয়ার পীড়ন রিলেটেড Math সমাধান করা সহজ হবে।
# বীমের কোন ধরনের সেকশনের জন্য সর্বোচ্চ শীয়ার পীড়ন =4/3 * গড় শীয়ার পীড়ন প্রমাণ করুন।
উত্তরঃ
#ত্রিভুজ_সেকশনের_জন্যঃ
অংকিত ত্রিভুজ ক্ষেত্র হতে পাই,
I=bh^3/36
সর্বোচ্চ শীয়ার পীড়ন=V
Q=A'Y'
=0.5*2/3*b*2/3*h*(1/3*2/3*h)
=4/81bh^2
b=2/3*b
We know,
Smax=VQ/Ib
=V*4bh^2*36*3/81*bh^3*2b
=8V/3bh
=4/3*2V/bh
=4/3*Sav
অর্থাৎ সর্বোচ্চ শীয়ার পীড়ন =4/3*গড় শীয়ার পীড়ন।(proved)
এখানে,
গড় শীয়ার পীড়ন,Sav=V/A
=V/0.5*b*h
=2V/bh
#গোলাকার_সেকশনের_জন্যঃ
অংকিত গোলাকার ক্ষেত্র হতে পাই,
I=πD^4/64
Q=A'Y'
=0.5*πD^2/4*2D/3π
=D^3/12
b=D
Sav=V/A=V/(πD^2/4)=4V/πD^2
We know,
Smax=VQ/Ib
=V*D^3*64/(12*πD^4*D)
=(4V/πD^2)*4/3
=Sav*4/3
or,=1.33*Sav
অর্থাৎ সর্বোচ্চ শীয়ার পীড়ন = 4/3 * গড় শীয়ার পীড়ন। (Proved)
#আয়তাকার_সেকশনের_জন্যঃ
V=সর্বোচ্চ শীয়ার পীড়ন
Q=A'V'
=b*d/2*d/4
=bd^2/8
I=bd^3/12
b=b
Sav=V/A=V/bd
We know,
Smax=VQ/Ib
=(V*bd^2*12)/(8*bd^3*b)
=3V/2bd
=3/2* (V/bd)
=1.5*Sav
অর্থাৎ সর্বোচ্চ শীয়ার পীড়ন গড় শীয়ার পীড়নের 1.5 গুন। (proved
প্রশ্নঃ
মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধির পদ্ধতি গুলোর নাম লিখুন।
উত্তরঃ
★ভিত্তির গভীরতা বৃদ্ধি করে।
★মাটির পানি নিষ্কাশন করে।
★মাটিকে সীমাবদ্ধ করে।
★মাটিকে ঘনসন্নিবদ্ধ করে।
★গ্রাউটিং করে।
★রাসায়নিক ক্রিয়ার সাহায্যে।
প্রশ্নঃ
পূর্ণনাম লিখুনঃ FDD, AIV, FFP.
উত্তরঃ
★FDD= Field Dry Density.
★AIV= Aggregate Impact Value.
★FFP= Flash and Fire Point
[ বি.দ্র. উপরিউক্ত পরীক্ষাগুলি বিটুমিনাস সড়কে করা হয়।]
প্রশ্নঃ
ফ্লাশ পয়েন্ট কি?
উত্তরঃ বিটুমিন উত্তপ্ত করার সময় এমন এক বিন্দু যে সর্বনিম্ন তাপমাত্রায় বিটুমিনের উপর আগুন নিয়ে আসলে শুধুমাত্র শিখা তৈরী হয় কিন্তু শিখা স্থায়ী হয় না। এইরূপ সর্বনিম্ন তাপমাত্রাকে ফ্লাশ পয়েন্ট বলে।
প্রশ্নঃ
ফায়ার পয়েন্ট কি?
উত্তরঃ বিটুমিন উত্তপ্ত করার সময় এমন এক বিন্দু যে সর্বনিম্ন তাপমাত্রায় বিটুমিনের উপর দিয়ে আগুন নিয়ে আসলে শুধুমাত্র শিখা তৈরী হয় না, এই শিখা অন্তত ৫ সেকেন্ডের ন্যায় স্থায়ী হয়। এইরূপ সর্বনিম্ন তাপমাত্রাকে ফায়ার পয়েন্ট বলে।

1 Comments

Previous Post Next Post